শিকড় সাহিত্য ফোরামে সম্পৃক্ত হতে কবি, লেখক ও সাহিত্যিকদের প্রতি আহবান

শিকড় সাহিত্য পত্রিকা তার গৌরবময় ২৫ বছর অতিক্রম করেছে। যদিও রজত জয়ন্তী যথাযথভাবে সময়মত উদযাপন করা সম্ভব হয়নি, তবুও আমরা সাহিত্যপ্রেমীদের জন্য এখন থেকে বছরব্যাপী নানা আয়োজনের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি। শিকড় শুধুমাত্র একটি সাহিত্য পত্রিকা বা প্রকাশনা নয়, বরং একে একটি সুসংগঠিত ও শক্তিশালী সাহিত্য আন্দোলনে রূপান্তরিত করতে প্রয়াস চালিয়ে যাচ্ছি।

শিকড় বর্তমানে একটি নিবন্ধিত প্রকাশনা সংস্থা হিসেবে তিন বছর পূর্বে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। এরই ধারাবাহিকতায়, শিকড়ের কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত করতে প্রতিষ্ঠা করা হয়েছে গ্লোবাল পোয়েট এন্ড পোয়েট্রি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ও ভাষার কবি-সাহিত্যিকদের একত্রিত করে এক বিশ্বজনীন সাহিত্য চর্চার ক্ষেত্র গড়ে তোলা হয়েছে। শিকড় সাহিত্য প্রসারে বৈশ্বিক অঙ্গনে নিরলস কাজ করে যাচ্ছে। শিকড়ের সাথে সম্পৃক্ত আছেন দেশে বিদেশে কবি ও সাহিত্যিকদের একটি শক্তিশালী টিম। চলিত বছরে আমরা শিকড় রজত জয়ন্তীকে সামনে রেখে নিয়েছি নানা পদক্ষেপ। তার মধ্যে রয়েছে ঢাকা, লন্ডন ও কলকাতায় কবিতা উৎসব বইমেলা ও সাহিত্য সম্মেলনের আয়জন ও নানা প্রকাশনা। সাথে সাথে আমরা প্রতি মাসে দুটো করে অনলাইনা সাহিত্য সভার পাশাপাশি সরাসরি মঞ্চে অনুষ্ঠানের আয়োজন রয়েছে। শিকড় পাবলিশার্স থেকে তার সদস্যদের বেশ কটি বাংলা গ্রন্থের পাশাপাশি ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে এন্থোলজি।

শিকড়ের সাথে যুক্ত হওয়ার কারণ

• বাংলা ও ইংরেজি ভাষায় পরিচালিত দুটি স্বতন্ত্র ওয়েবসাইটে নিয়মিতভাবে বিভিন্ন ভাষার কবি-সাহিত্যিকদের লেখা প্রকাশিত হচ্ছে।
• গত বছর Poetry for Peace প্রকল্পের মাধ্যমে ৪৮টি দেশের ১৮০ জন কবির কবিতা প্রকাশিত হয়েছে।
• শিকড় বাংলাভাষী এবং অন্যান্য ভাষার কবি-সাহিত্যিকদের মধ্যে যোগসূত্র স্থাপনে সক্রিয় ভূমিকা পালন করছে।
• অনলাইনে এবং সরাসরি বিশ্বের বিভিন্ন দেশে সাহিত্য বিষয়ক সেমিনার, কবিতা উৎসব, বইমেলা, গ্রন্থ আলোচনা, সাহিত্য সভা ও প্রকাশনা ইত্যাদির আয়োজন করা হচ্ছে।
• প্রতি বছর বাংলা ও ইংরেজি ভাষায় শিকড় ও গ্লোবালের লেখকদের গ্রন্থ প্রকাশ।
• শিকড়ের সদস্যদের কবিতা অনুবাদ এবং স্বল্প খরচে গ্রন্থ প্রকাশনার সুযোগ প্রদান করা।
• প্রতি বছর দুজন প্রতিশ্রুতিশীল কবি বা লেখকের গ্রন্থ সম্পূর্ণ বিনামূল্যে প্রকাশ করা।
• সাহিত্য বিষয়ক বিভিন্ন উদ্যোগে আর্থিক ও সাংগঠনিক সহায়তা প্রদান করা।
• শিকড় ও গ্লোবালের লেখকদের সম্মাননা ও স্বীকৃতি প্রদান করা।
• নিয়মিত সাহিত্য আড্ডা ।
• মোবাইল লাইব্রেরী প্রতিষ্ঠা।
• বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করার সুযোগ তৈরী করার মাধ্যমে স্কলারশিপের ব্যবস্থা করা.
• আন্তর্জাতিক সাহিত্য উৎসব, বইমেলা, সেমিনার ও সাহিত্য সম্মেলনগুলোতে অংশগ্রহণ করতে আমন্ত্রণ ও উপস্থিত থাকতে নানা সহযোগিতা ।
শিকড় ও গ্লোবালের লেখকদের গ্রন্থ পর্যালোচনা এবং বাংলা-ইংরেজি ভাষায় প্রকাশনা ও প্রচারে সহায়তা প্রদান করা হয়।
সাহিত্যকে ভালোবেসে যারা শিকড় সাহিত্য ও পাবলিসার্স ফোরামের সাথে যুক্ত হতে ইচ্ছুক, তাদের আমরা সাদর আমন্ত্রণ জানাই। বিস্তারিত জানতে, দয়াকরে আমাদের এডমিন টিমের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েভসাইটে ফর্ম র‍্য়েছে ফিলআপ করুন অথবা আপনার সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে ইমেলে করুন।
ইমেইল: shikor20@gmail.com , globalpoetandpoetry@gmail.com ওয়েবসাইট: www.shikor25th.co.uk  and www.globalpoetandpoetry.com

শুভেচ্ছা ও অভিনন্দন
ষিকড় পরিবার

Trending