গণ মানুষ
আর কতটা রক্ত দিলে স্বাধীনতা মিলবে বলো!
গণ মানুষ বলতে পারো?
বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, আবেগ দিয়ে,যোদ্ধা হোলাম;
বিনিময়ে হাতটা গেলো,পা টা গেলো;
রক্তে মানুষ ভেসে গেলো;
লক্ষ মানুষ শহীদ হলো;
গণ মানুষ!
মাতৃহারা হৃদয়গুলোর দুঃখ জানো;
সহযোদ্ধার চিৎকারের ভাষা বোঝ!
সহোদরের ব্যথা জানো!
পিতৃহারা সন্তানের কষ্ট বোঝ!
বীরাঙ্গনার জীবন নিয়ে বেঁচে থাকার লড়াই জানো!
গণ মানুষ!
পিঁপড়ে হয়ে বেঁচে থাকো;
যখন যেমন শেয়ালগুলো নাচিয়ে যায়;
ওমনি তুমি বোকা হয়ে,
আবেগ দিয়ে যুদ্ধে মাতো;
বোকা মানুষ, কেবল পিঁপড়ে তুমি;
পিষিয়ে যাও জুতোর নীচে;
বুঝতে বুঝতে মুরগীগুলো,
শেয়াল খাঁচায় পুরেই ফেলে;
গণ মানুষ!
তুমি দাবার ঘরের সৈন্য কেবল;
তবে সৈন্যরাও মন্ত্রী হয়ে রাজ্যপাঠের দীক্ষাগুরু;
তাই যবে তুমি বুঝতে শিখবে
তোমার ভালো;
তখন তুমিই রাজা হবে, জেনে নিও।
গণ মানুষ!
গণ থেকে মানুষ হতে শুরু করো!






এখানে আপনার মন্তব্য রেখে যান