ধর্মবীজ


সূর্য গ র্ভবতী হলে চাঁদ হাসে
আবার
চাঁদের প রকীয়া দেখে উর্বশীর লাগে খুব মজা
আজ সত্যিই বলার সময় এসেছে,তাই বলছি
‘তাঁকে’ বুঝে নেওয়া কি এতোটাই সোজা?
অযথা চিল চিৎকারে ক্ষোভ উদ্গারে ছড়াবে শুধু বিভ্রান্তি
নিজের বিষে নিজেই জ্বলবে মিলবে না কোনো শান্তি।
একটু-আধটু অবৈধ প্রেমও কিন্তু আছে আমার
তোমার প্রিয় প্রেমিকা “ধ র্ম” এর সাথে;
তাই অহেতুক আনমনে নাস্তিক দোষারোপে
নিজেকে বন্দী করে ফেলো না কুসংস্কারের হাতে।
হে প্রিয়তম দেবশিশু!আজ তবে তোমাকেই জিজ্ঞাসি
আমরা কি মুক্তির স্বাদ নিতে গিয়ে
বৃত্তীয় গতিতে পরাধীনতার প্রতিবিম্ব’ই আঁকছি না?
নইলে ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ে জীবন দিয়ে
কীরূপে নিজেই আবারো বপন করলে
নতুন ধ র্মবীজ;বি ভাজনের মূল মন্ত্রণা…


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending