রৌদ্র ও ছায়া

থামো রৌদ্র; শুধু একটুখানি
থেমে যাও,
আমি বলছি তোমাকে
থামতেই হবে
এক চিলতে তোমাকে
দাঁড়াতেই হবে,
তারপর তুমি চলে যেও।

একটুখানি থাম রৌদ্র;
শুধু একটুখানি
তোমার সাথে আমার অনেক
গল্প আছে
অনেক গোপন ব্যথা লুকানো
আছে বুকে
আছে অনেক কাহিনী –
তুমি কি শুনবে না আমার
কথা রৌদ্র?
বাতাসটা আমাকে ছেড়ে
চলে গ্যাছে;
পেঁজা তুলোর মত রাশি
রাশি মেঘ-
তারাও বুঝি ঘুমে-
খয়েরি পিঁপড়ের মত
থোকা থোকা মৌমাছি
অনবরত উড়ছে;
সাগরের ধ্বনি সেও
থেমে গেছে;
পৃথিবীটা ঘুরছে,
আর আমি সারাক্ষণ তোমার
পিছে পিছে ঘুরে মরছি
জান রৌদ্র; তুমি আমার
জীবনের আলো!
যখন আমি অঘরে ঘুমিয়ে
থাকি
পৃথিবীর সব ধ্বনি যখন
নিঃস্পন্দন অবস্থায় শূন্যে
মিলিয়ে যায়;
তখন আমি ঘুমের ভেতর
অন্ধ জোনাকির মত
তোমাকেই খুঁজে মরি;
রৌদ্র।

জীবনের অনেক ছায়া বুকে
মহা ব্যস্ততার এ গিরিসংকটে
আমি মত্ত বায়ুর মত পথচারী,
অনেক অ-নে-ক দিন
সব কথা ভুলে হৃদয়ের রিক্ত
আঁচলে;
বারবার মনে হয়; আমি যেন
উদ্ভট স্বপ্নচারী;

ঘন অরণ্যেরা আমাকে
ঘিরে পেতাত্নার মত দাঁত
বের করে
উপহাস করে,
আমি তখন নীল হাওয়ার
মতো একটু মুচকি হেসে
ফিরে যাই তোমার খোঁজে;

বারবার মনে হয়;
তোমাকে পাওয়ার লোভেই
বুঝি এই মহাপৃথিবীতে
আমার বেঁচে থাকা
আর “লরলের” চোখে
অব্যর্থ স্বপ্ন আঁকা;

রৌদ্র;
আমার পৃথিবীতে তুমি কি
একবারও ধরা দেবে না?
বারবার আমাকে দেখে
পালিয়ে যাবে;
না।

আমি তোমাকে ধরবোই
মাতাল সমুদ্রের মত
তোমার উপর ঝাঁপিয়ে পড়বো
তারপর না হয়;
মুমূর্ষু বৃক্ষের মতো
মিটমিট করে হাসবো;

হাসবো; হা-স-বো
শুধু হাসবো।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending