
বনলতা- আধুনিক রূপকথা
তোমাকে খুব কাছে থেকে দেখতে ইচ্ছে করে,
যেভাবে জীবনানন্দ দেখেছিলেন বনলতাকে।
তোমার চুলের গভীরে হারিয়ে যেতে চায় আমার আঙুল,
তোমার চোখের তারায় বাঁধতে চাই
কিছু অনন্ত অপেক্ষার মেঘ।
জানি, তুমি কোনো আসমুদ্রহিমাচল নও,
তবু তোমার হাসির মধ্যে এক টুকরো নীল আকাশ লুকিয়ে থাকে।
তোমার ঠোঁটের কোণে জমা থাকে এক পৃথিবী ভোরের শিশির,
যে ভোরের আলোয় চোখে পড়ে
জীবনের নির্জন প্রেম।
তুমি বনলতার মতোই অনন্ত—
নদীর মতো বয়ে যাও,
পাহাড়ের মতো স্থির থেকেও অস্থির।
তোমার ছায়ায় দাঁড়ালে আমি
তোমারই রূপকথার পাতায় হারিয়ে যাই।
জীবনানন্দ বলেছিলেন তোমার কথা,
তুমি যে প্রেমের চিরন্তন অনুরণন,
তোমাকে ভালোবেসে
তোমার নামের কবিতা হয়ে ওঠে প্রতিটি দিন।
তুমি বনলতা—
যার ছন্দে, যার গভীরতায়
জমে থাকে আমার সমস্ত আধুনিকতা।






এখানে আপনার মন্তব্য রেখে যান