
উফ্ গাছটার খুব শীত পাচ্ছে
উফ্ গাছটার খুব শীত পাচ্ছে- তাকে
লৌহ কম্বল জড়িয়ে দাও।
লৌহ কম্বল জড়িয়ে দাও বেলীফুল
ও অনন্তনাগের আয়ুর কেশরে-
এ ক্ষনশ্বর জীবন ও মৃত্যুর জটে ওরাও সুদীর্ঘজীবী হোক;
বেরাজি প্রেম ও হাতলহীন রাতের কালোমায়ায়
জুতো খুলে খুলে নগ্ন হচ্ছে মহাকাল-
পাখিদের বিশ্বাসের নগর ছেয়ে যাচ্ছে নির্লজ্জ পালকে;
বুকথুবরে পড়ছে- রক্তচুম্বক চোখ- তাকে আগুন বস্ত্র পরিয়ে দাও।
এরপর আসবে বেরহম সূর্য ও সকাল- মাংসাশী
দিন গতরে জড়াবে খুনি স্যুটটাই;
হাত খুলে দেবে,পা খুলে দেবে বেগুনি বিকাল,
উফ্ আমাদের আরাধ্য বাগানটার আজ খুব শীত
পাচ্ছে- তাকে লৌহ কম্বল জড়িয়ে দাও।






এখানে আপনার মন্তব্য রেখে যান