পরম আরাধ্য

তুমি আল-আহাদ
আবার আস-সামদ
তোমাকে দেখি প্রকৃতির মাঝে
সূর্যের নরম, কমল , উত্তপ্ত রোদে ,
দেখি শিউলি, মল্লিকা
শাপলা, পদ্ম, রক্তজবায়
দেখি মেপেলের রঙ্গিন পাতায়
চেরি ফুলের বাহারি রংয়ে ।
পাহাড় ,নদী, ভূমণ্ডল ও নভোমণ্ডলে
দৃষ্টি আমার নত হয়ে আসে !
সেজদায় লুটে পরি ,
তোমার মহিমায়।
ঝর্ণা, হিমালয়, সুন্দরবনে
সৃষ্টির মাঝে তোমাকে দেখি,
এই পৃথিবীর চোখে দেখা অসম্ভব!
তাই মনের চোখে দেখি,
তুমি পরম আরাধ্য!
যে খোঁজে তোমাকে সে পায়
পায় না সে , যে খোঁজে না
তোমাকে পাওয়ার আশায় চেয়ে পথ পানে,
জীবনের দীপ নিভে গেল!
তোমাকে পাব চিরতরে নিবিড় করে ।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending