
নাড়িসূত্র ঘ্রাণ
আজীবন জল ছুঁয়ে বেঁচে থাকা
যদিবা পাথর প্রণালী দুই কুল
গহীনে অন্তর্লীন জলজ প্রথা।
দৈন্যতায় অনভ্যস্ত প্রাচ্য জীবন
হাওয়ার ঠোকর তাই প্রকট বহুল
সময়ের পথ যায় বহুগমনে।
ক্রমাগত সংক্ষিপ্ত জলের বিলাস
চরাচরে আলো আর আঁধারের
দ্বিচারি আলাপ হয় গুণিতক গুণে
দ্বিখণ্ডিত সত্তার জটিল সমীকরণে
ফেরানোর পথ যেন অপস্রিয়মাণ।
জলপাই রোদ দেয় দুদিনের তাবিজ কবচ
এসময় জলের অবহেলা বড়ই অসহনীয়
আশেপাশে জলাভূমি নালাডোবা দেখিনা তবু
জলজ জলের মত ভেসে আসে নাড়িসূত্র ঘ্রাণ।






এখানে আপনার মন্তব্য রেখে যান