
ভাঙা আয়নায় ছায়া
জীবন কেটেছে ধোঁয়ার অস্পষ্ট রেখায়,
ছায়ার বাঁকে ঝরে পড়েছে পরিচয়ের ফসিল।
ভুলের ভেতর ডুবে শেকড় খুঁজেছি,
শূন্য মাটির নিঃসঙ্গতায়।
ত্বকের নিচে বেজেছে জাতের নির্জন প্রতিধ্বনি,
ধর্মের কাঁটাগাছ গেঁথে দিয়েছে স্মৃতির রক্তজবা,
ঠোঁটের কোণে হারিয়েছে ভাষার উষ্ণতা।
আর হিসেব কষা নয় ভুল গণিতের পাতায় পাতায় ,
একবার কেবল নিজেদের নিয়েই ভাবি,
ভালোবাসায় শোধ করি জন্মান্তরের ঋণ,
জীবনের তীর ধরে নদী হয়ে ভাসি,
বুনে যাই সময়ের ভাঙা আয়নায় জগতের ছায়া।
নক্ষত্রের পরিমিতিতে মাপি আমাদের পাওনা দূরত্ব
তোমার চোখে ভেসে উঠুক অপরিচিত নীলিমার নীল।
আমার শিরায় জাগুক সময়ের ভূকম্পন।
আমরা মৃত্যুহীন নদীর দুই পার,
তবুও থেকে যাই—
এক অনির্ণীত অস্তিত্বের সেতু হয়ে…






এখানে আপনার মন্তব্য রেখে যান