
কালো নারী
অন্ধকার গর্ভে জন্মনেয়া, কৃষ্ণাঙ্গ নারী,
রাত্রির অনন্ত কুহেলিকার রচয়িতা যেন
তার দেহের প্রতিটি ভাঁজ শিল্পায়িত অপরূপ মুগ্ধতায়,
অনাহুত স্পর্শে সে জেগে ওঠে আলোকদীপ্তে,
প্রজ্বলিত অগ্নিশ্রাবে।
নিঃশব্দ কবরস্থানের শীতার্ত পাতাহীন রাতে
তার পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হয়
শেয়ালের চোরা চোখে।
ধোঁয়াটে হয়ে যায় ভাসমান অন্ধকার
দৃষ্টি বিদ্ধ করে ত্বকের নিচের দুর্বলচিত্ত
হাড়গোড় ভেঙে যায় তার স্পর্শে।
তুষারের শুভ্রতা তার গভীর কালো প্রান্তরজুড়ে
শুধুই একঝলক ব্যর্থ প্রয়াস মাত্র।
সে কালো,
জন্ম থেকে শিরার অন্তঃস্থল অবধি কালো,
পৃষ্ঠ হতে হৃদয়ের সর্বাগ্র কালো
নির্জীবতার কালো নয়,
কৃষ্ণগহ্বরের মতো কালো নয়
তবুও সে কালো
বরং শিকড়ের উর্বর মাটির মত কালো।
কালো , কৃষ্ণাঙ্গ নারী,
গোমেদের মতো চকচকে,
ধ্বংস করে যা কিছু অবাঞ্ছিত, নেতিবাচক।
সে কালো, কারণ সে শোষণ করেছে সকল রঙ,
রঙিন মুখ এবং রঙিন সুখ,
সকল নীলচে আবির নিয়েই সে কালো,
যে বুনে যায় ভবিষ্যতের বীজ,
তার কালো অন্ধকারব্যাপ্ত স্বপ্নেরা খুঁজে পায়
সূক্ষ্ম আলোর গন্তব্য।
কালো নারীর কালোছায়ার ভেতরে রচিত হয়
আলোকিত নতুন গল্পের অধ্যায় ।






এখানে আপনার মন্তব্য রেখে যান