
গঙ্গাঋদ্ধি
আমার কবিতা যেদিন নিষিদ্ধ হবে
সেদিন বুঝবে,
পৃথিবীতে আবার মানুষের আগমন ঘটেছে।
কবিতার প্রতিটি গনগনে অক্ষর,
প্রকম্পিত করে যা কিছু অবিনশ্বর।
আমার কবিতা যেদিন নিষিদ্ধ হয়ে যাবে
সেদিন জানবে,
বীরের বীর্য প্রোথিত হচ্ছে মৃত্তিকায়।
ঐ শোনো কান পেতে,
আবার জেগে উঠছে গঙ্গাঋদ্ধি।
নিষিদ্ধ কবিতা,
সেই পবিত্র আগামীর জন্য।
ঈশান থেকে নৈঋতে
পাললিক ভূমি কর্ষণে, মেঘের গর্জনে
লিপিবদ্ধ হচ্ছে
মিথ্যা বিনাশী এক অগ্নিপদ্য।






এখানে আপনার মন্তব্য রেখে যান