
কুড়িটা বছর অস্থির হয়ে আছি
যান্ত্রিক ময়ূরপঙ্খি
জোয়ারের আগমনে সাপনালা-জল কেটে কেটে
কতোদূর গিয়েছিলাম যুবতী বনে
মাঝির কণ্ঠে সুন্দরী পাতার মর্মর ধ্বনি
কম্পন জাগিয়েছিল, ভাটার টানে
মনে আছে গোলপাতা, ঘন সবুজের আড়ালে
লুকিয়ে ছিলো ভয় ডোরাকাটা দাগ নিয়ে
অচেনা বৃক্ষ, এখনো কি হেলে আছো
জলের উপর ব্যাঘ্রপদ-চিহ্নে আহা সুন্দর বন
কুড়িটা বছর অস্থির হয়ে আছি
আবার যাব বলে সেই কবে থেকে ঝোলা গোছাচ্ছি
সে গোছানো আর শেষ হয় না, কোনদিনও হবেনা
অন্তর পিণ্ডে আগুন লাগালে
সেখানে সুখের আবাদ হয় না, আবাসও হয় না।৷






এখানে আপনার মন্তব্য রেখে যান