
অন্য জীবন
ঘাসের গন্ধ আজ হারিয়েছি সাড়ে তিন যুগ
ফড়িং এর হাঁটা চলা নিষিদ্ধ এই জনপদে
কী নিয়ে থাকি আমি?
উদ্ভট শব্দ আর বিচিত্র গন্ধ নিয়ে,
সাথে আছে উড়ন্ত ধূলো-
যে ধূলোতে মিশে আছে কফ কাশ থুথুর জীবন।
এ জীবন চাইনি তো!
পেয়ে গেছি ক্ষুধার জ্বালায়!

অন্য জীবন
ঘাসের গন্ধ আজ হারিয়েছি সাড়ে তিন যুগ
ফড়িং এর হাঁটা চলা নিষিদ্ধ এই জনপদে
কী নিয়ে থাকি আমি?
উদ্ভট শব্দ আর বিচিত্র গন্ধ নিয়ে,
সাথে আছে উড়ন্ত ধূলো-
যে ধূলোতে মিশে আছে কফ কাশ থুথুর জীবন।
এ জীবন চাইনি তো!
পেয়ে গেছি ক্ষুধার জ্বালায়!
Subscribe to get the latest posts sent to your email.
#fadybouaz
Awesome Expressive Touching 😇 🙏 ❤️ 🌹 🙏 👍 💕 🌹
Hearty congratulations dear honorable poet brother God bless you always 😇 🙏 💕 🌹 👍 🙏 💕 🌹
পৃথিবীর ধুসর রূপের পরিচয় আপনার কবিতায় ফুটে উঠেছে। শুভেচ্ছা।
এখানে আপনার মন্তব্য রেখে যান