
অচেনা শরীর
ফুলের সৌরভের শুভ ভালোবাসার গান
মেঘের আয়না জুড়ে বিশুদ্ধ বাগান
সমতলে বুক ছিঁড়ে অরণ্যে পাহাড়ে
আঁকাবাঁকা শিরাগুলো কে যেন ডাকছে
শীতের উষ্ণতা পথে ক্ষুধার্ত দুপুর
ডিমপাহাড়ে শান্তির অচেনা শরীর
মৃদু নৃত্য মনোঘরে কথার কৌশলে
মায়াবী ডেরায় পেলে সংঙ্গনদী জলে
পাহাড়িকবি হাজির,শিল্পের মুগ্ধতা
যেতেই হবে নন্দনে তমাতুঙ্গী-চূড়া
জড়িয়ে ধরেছে বুক চোখের চুম্বন
অরণ্যে হারিয়ে যায় শব্দের জিকির
সূর্যের মুখ আড়ালে ধ্যানভঙ্গ মন
নীলগিরি জপমালা সন্ধ্যায় মিলন
ভ্রমণপিপাসু তৃপ্তি, কবিতা যাপন
শব্দগুলো লিপিবদ্ধ আলোর নাচন।






এখানে আপনার মন্তব্য রেখে যান