
দুয়ারিমহুল
এই পুকুরেই শতদল, শালুকের হাসি
যে গাঁয়ের নাম দুয়ারিমহুল, তার দেওয়ালে নানা উল্কি
বর্ণভাঙা কিছু আলচিকি লিপি
কড়ে আঙুল জেনেছিল ছন্দের নিয়তি
গোবরের খরচ বেশি এই উঠোনে
বৃষ্টি এলে আক্ষেপ থাকে। কার আশ্রয়?
ছিটানো নকশা উলোটপালোট হয় শতদলে
আঘ্রণ মাহের বাতাসে ভুল ছিল কিছু
ভাতের থালায় নুন বেশি পড়ে,
জামাইয়ের মন জড়োসড়। শালুক দিও বরাভয়…






এখানে আপনার মন্তব্য রেখে যান