খুঁজে নাও হে অমৃত

শিল্পের শহরে আমি একা চোরাগোপ্তা কবিতা চরণ
তুমি আমাকে খুঁজছো চলমান বাতি
স্টেজের শোবিজ, পত্রিকার সাহিত্য সংসারে
আমি আজও অনিন্দ্য মুখর গ্রামের সরলপথে প্রান্তরে বাতাসের ঐকতান
পাঠশালার মুখরতায় নামতার উচ্ছ্বসিত শিশুবেলা
হাঁটতে হাঁটতে জমা করেছি শরীরভরা কাঁটার দগ্ধ উচ্চারণ
কদলী পাতার মতো নুয়ে আসে চোখ-
গণতান্ত্রিক উল্লাসে হত্যায় উন্মত্ত জনতার হিংসায়
আমাকে খুঁজো শব্দের সহিষ্ণু ব্যাকরণে
পৃষ্ঠায় পৃষ্ঠায় জমানো শস্যের অভিমান
আমজনতার গোপন নিশ্বাসে
ঝুলে থাকা লাশের দৃশ্যায়নে
আমাকে পাবে, ঠিকই পাবে…


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

“খাতুনে জান্নাত” তে 3 টি মতামত

  1. কবিতাটি গভীরভাবে প্রতীকী, যেন এক অন্বেষণ—অমৃতের, শিল্পের, মানবতার। “শিল্পের শহরে আমি একা চোরাগোপ্তা কবিতা চরণ”—এই লাইনটায় যেন শিল্প ও সাহিত্যের মূলস্রোতের বাইরে থাকা এক সত্তার আত্মোপলব্ধি আছে।

    কবি নিজেকে খুঁজতে বলছেন না স্টেজের আলোয় বা সাহিত্যসংসারে, বরং গ্রামের বাতাসে, নামতার সুরে, শস্যের অভিমানে। শহুরে কোলাহল আর গণতান্ত্রিক উন্মত্ততার বিপরীতে কবি দাঁড়িয়ে আছেন শব্দের সহিষ্ণু ব্যাকরণে। শেষ লাইনগুলো যেন এক বিস্ময়কর ভবিষ্যদ্বাণী—যে সত্যকে ঢাকা যায় না, সে ঠিকই প্রকাশিত হবে, যেভাবে ঝুলে থাকা লাশের দৃশ্যায়ন সত্যকে চেপে রাখতে পারে না।
    কবিকে শ্রদ্ধা ও শুভকামনা জানাই 💐🙏

    1. খুব ভাল লাগল। মানবিক মূল্যবোধের কবিতা। চোরাগোপ্তা কবিতা চরণ। কবিতা চারণ। সম্পাদক মহাশয়ের নিকট অনুরোধ নিঃশ্বাস শব্দের বানান ঠিক করে নেবেন। ভুল বানান সাহিত্যের রস নষ্ট করে।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending