
খুঁজে নাও হে অমৃত
শিল্পের শহরে আমি একা চোরাগোপ্তা কবিতা চরণ
তুমি আমাকে খুঁজছো চলমান বাতি
স্টেজের শোবিজ, পত্রিকার সাহিত্য সংসারে
আমি আজও অনিন্দ্য মুখর গ্রামের সরলপথে প্রান্তরে বাতাসের ঐকতান
পাঠশালার মুখরতায় নামতার উচ্ছ্বসিত শিশুবেলা
হাঁটতে হাঁটতে জমা করেছি শরীরভরা কাঁটার দগ্ধ উচ্চারণ
কদলী পাতার মতো নুয়ে আসে চোখ-
গণতান্ত্রিক উল্লাসে হত্যায় উন্মত্ত জনতার হিংসায়
আমাকে খুঁজো শব্দের সহিষ্ণু ব্যাকরণে
পৃষ্ঠায় পৃষ্ঠায় জমানো শস্যের অভিমান
আমজনতার গোপন নিশ্বাসে
ঝুলে থাকা লাশের দৃশ্যায়নে
আমাকে পাবে, ঠিকই পাবে…






এখানে আপনার মন্তব্য রেখে যান