
বিয়োগ চিহ্ন
কেবলই শূন্য হচ্ছি, সময়টা এমনই
আমার চেয়ে যেদিন লম্বা হবে আমার ছায়া
বুঝতে হবে সূর্য না, অস্ত যাচ্ছি আমি
বিচ্ছেদ থেকে বিচ্ছেদে যেতে-যেতে
দূরের সম্পর্কে বিঁধে রয় অস্তগামী সূর্য
সাতরঙ রোদ হয়ে ছড়িয়ে পড়ে মনে
কিছুই না, দূরে কোথাও বিয়োগ চিহ্ন
উড়ে যাচ্ছ জলকণা, শ্রাবণের―
ভাসমান দৃশ্যমান বিনীত স্ফটিক…
পায়ের তলায় থাকুক আমার ছায়া।






এখানে আপনার মন্তব্য রেখে যান