বিয়োগ চিহ্ন

কেবলই শূন্য হচ্ছি, সময়টা এমনই
আমার চেয়ে যেদিন লম্বা হবে আমার ছায়া
বুঝতে হবে সূর্য না, অস্ত যাচ্ছি আমি

বিচ্ছেদ থেকে বিচ্ছেদে যেতে-যেতে
দূরের সম্পর্কে বিঁধে রয় অস্তগামী সূর্য
সাতরঙ রোদ হয়ে ছড়িয়ে পড়ে মনে

কিছুই না, দূরে কোথাও বিয়োগ চিহ্ন

উড়ে যাচ্ছ জলকণা, শ্রাবণের―
ভাসমান দৃশ্যমান বিনীত স্ফটিক…
পায়ের তলায় থাকুক আমার ছায়া।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

“শাহেদ কায়েস” এ একটি মন্তব্য

  1. কবিতাটি যেন অস্তগামী সূর্যের মতো এক বিষণ্ণ অথচ সৌন্দর্যময় উপলব্ধি। সময়ের সাথে শূন্য হয়ে যাওয়ার অনুভূতি, ছায়ার দীর্ঘতার প্রতীকে অস্তিত্বের ক্ষয়—এসব ভাবনাগুলো দার্শনিক গভীরতা বহন করছে।

    “বিচ্ছেদ থেকে বিচ্ছেদে যেতে-যেতে”—এখানে যেন একটা যাত্রা আছে, যেখানে বিচ্ছেদ মানেই শুধু শেষ নয়, বরং দূরত্বের মধ্যেও সূর্যের আলো ছড়িয়ে পড়ে। শেষ পঙক্তি আবার একধরনের দৃঢ়তার অনুভূতি দেয়—নিজের ছায়াকে মাটিতে স্থির রেখে, নিজের অস্তিত্বকে ধরার চেষ্টা।
    কবিকে শ্রদ্ধা ও শুভেচ্ছা 💐🙏

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending