
ভাষা , নদীর স্রোতের মতো
ভাষা , নদীর স্রোতের মতো
প্রাচ্য থেকে প্রতীচ্যে বহমান
যেমন মধ্যযুগের কবি আলাওল
আরাকানের রাজসভায় বৃত হয়েছিলেন
সৈয়দ সুলতানের পথে হেঁটে
আরাকান জয় করেছিলেন
বায়ান্নের ভাষাশহীদেরা
রক্তস্নাত পথে হেঁটে অনবদ্য
বিশ্বে বৃত হলেন
প্রতীচ্যের পথে পথে আজ বাংলা দৃশ্যমান
ট্রেনে , বাসে , বিদ্যালয়ে এবং সরকারি দপ্তরে
বাংলা দীপ্যমান
যেন শহীদদের অনাবৃত বুক থেকে গড়িয়ে পড়া
রক্ত থেকে শত ফুল হয়ে ছড়িয়ে পড়েছে তা
বঙ্গোপসাগর থেকে সাগরে , মহাসাগরে ।






এখানে আপনার মন্তব্য রেখে যান