
একুশের গান
ভাষার বিজয় বাংলা মা’কে দিলে তুমি উপহার,
বিশ্বমাতার কন্ঠে পরালে রক্ত ঋনের হার।
তুমি যে অমর চির ভাস্বর দুরন্ত দুর্বার
ভাষার বিজয়……..হার।
কে বলে তুমি নেই আজ শুধু, ফুল সেজে আছো মিনারে,
কে বলে তুমি আছো শুধু সেই প্রভাত ফেরীর বেনারে
তুমি আছো আজ কোটি হ্রদয়ের গর্ব অহংকার।
ভাষার বিজয়……. হার।
তুমি যে বন্ধু শত জনমের শত কীরিতির মোহনা,
তোমাকে ঘিরিয়া শত কাহিনী ইতিহাস হয় রচনা।
মার্তৃভাষার সৈনিক তুমি মুক্তির পারাবার।
ভাষার বিজয়……হার।






এখানে আপনার মন্তব্য রেখে যান