কামরুন নাহার

কবি আতিকা হাসান বর্তমান সময়ের একজন প্রতিভাবান লেখক যার লেখায় উঠে আসে জীবন যাপনের নানা গল্প। যিনি যাপিত জীবনের নানা গল্প ও জীবনকে দেখার নানা দৃষ্টিভঙ্গি তুলে আনেন তাঁর শক্তিশালী কলমের খোঁচায়।

তিনি বহুদিন ধরে কবিতা লিখছেন, এ বছরই তাঁর প্রথম গল্পের বই ‘গ্রন্থিত প্রহর’ প্রকাশিত হলো এবং তিনি কথা সাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করলেন।

লেখক বহুদিন ধরে কবিতার সাথে আছেন। তবে এবার প্রথম প্রকাশিত তাঁর গল্পের বই ‘ গ্রন্থিত প্রহর’ পড়তে গিয়ে মনে হলো লেখার ধরণ অত্যন্ত সাবলীল। কোথাও থেমে থাকতে হয়নি। যা একটি লেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিটি গল্পের ভিন্ন রকম আমেজ ও চরিত্রগুলোর প্রকাশ পাঠককে আগ্রহী করে তোলে শেষ পর্যন্ত পড়ে যাবার জন্য। আর এই আকর্ষণ একজন পাঠকের মাঝে তৈরি করতে পারাই হয়তো একজন লেখকের সার্থকতা।
তবে গল্প উপস্থাপনের আবহ, তার পরিবেশ, চিত্রকল্প আরও কিছুটা গভীর হতে পারতো। লেখকের প্রতিটি গল্প উত্তম পুরুষ অবলম্বনে লেখা সেখানে আমরা তাঁর দৃষ্টিকোণ থেকে অন্যদের দেখি। অন্য একটি চরিত্র এবং সেই চরিত্রের ভাবনা লেখকের গল্পে তেমন করে প্রস্ফুটিত হয়নি।

তবে গল্পগুলো বলার ধরণ, এর প্রকাশভঙ্গী এবং এর কাহিনীতে বেশ ভিন্নতা পাওয়া যায় যা পাঠক হৃদয় আকর্ষণ করতে বাধ্য। কিছু গল্প খুব হৃদয়স্পর্শী যার মধ্যে (একটা নদী ভাঙ্গনের শব্দ, প্রিয়তম ক্ষত, অনন্ত অবসর, ও মেঘভাঙা রোদ) অন্যতম। তবে পিঁপড়ে টিং ও মনে দাগ কেটে যায়।
লেখক কথা সাহিত্যে নতুন হিসেবে যথেষ্ট ভালো লিখেছেন এবং আমি একজন সাধারণ পাঠক হিসেবে তাঁর লেখার উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। লেখককে অনেক ধন্যবাদ আমাদের এ ধরনের গল্প উপহার দেয়ার জন্য।

ভবিষ্যতে আমরা লেখকের কাছ থেকে আরও ভালো ভালো লেখা পাবো এই প্রত্যাশাই করছি। লেখকের বই গল্প
‘গ্রন্থিত প্রহর’ ও কবিতা ‘ আমি’ পাণ্ডুলিপি প্রকাশনা (স্টল নং -৩০৩) এ পাওয়া যাচ্ছে। যারা বই পড়তে আগ্রহী তারা বইটি সংগ্রহ করে যাপিত জীবনের কিছু গল্প পড়তে পারেন। আশা করছি ভালো লাগবে। লেখক ও তাঁর বই এর জন্য রইলো অনেক অনেক শুভকামনা।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending