
আমি চাইনি
মেঘ তুমি কাঁদছো কেন
আমি তো বৃষ্টি চাইনি।
রোদের মধ্যে বড় হচ্ছে আমাদের যৌবন
ফুটপাতে পাতা আছে শতরঞ্জি
বুকের মধ্যে পাথর নিয়ে কেটে যাচ্ছে দিন।
ফুল ফোটার শব্দে ঘুম ভাঙে
তবুও ফুলকে নিজের মতো করে
পাইনি আজও!
উদার-আকাশে যারা ওড়ে,সব কিন্তু পায়রা নয়
শকুনও জ্বেলে রাখে চোখ!






এখানে আপনার মন্তব্য রেখে যান