লন্ডন থেকে শিফন মিয়া

আগামী বাংলাদেশের অগ্রযাত্রায় রাজনীতি, অর্থনীতি ও সাহিত্য-সংস্কৃতির বিকাশ গুরুত্বপূর্ণ। ’’কবিতার শক্তি, কবিতায় মুক্তি’’ এ শ্লোগানকে ধারণ করে সাহিত্যের কাগজ সমধারার উদ্যোগে সম্প্রতি বাংলাদেশের বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে ‘ইপসা-সমধারা ১১তম কবিতা উৎসব-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজকে। উৎসবে দেশের ২ শত জন অগ্রজ ও অনুজ কবি-লেখক উপস্থিত ছিলেন। যা দেশের ইতিহাসে বৃহৎ পরিসরে কবিতা উৎসব। অনুষ্ঠানে ২ শত জন কবির কবিতা নিয়ে ‘পদাবলীর যাত্রা-২০২৫’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এটি ১১তম সংকলন। নিয়মিত সমধারার ১০৫তম সংখ্যাও প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন খবরের কাগজের সম্পাদক, জনপ্রিয় কথাসাহিত্যিক সাংবাদিক মোস্তফা কামাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিরেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আইয়ুব ভূঁইয়া। উৎসব উদ্বোধন করেন প্রবাসী লেখক, গবেষক ও বিজ্ঞানী শিশুসাহিত্যিক ধনঞ্জয় সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মজিদ মাহমুদ; লেখক ও মোটিভেটর আবু রেজা মো. ইয়াহিয়া; লেখক-প্রাবন্ধিক ও সাবেক ব্যাংকার ড. এম. এ. ইউসুফ খান; লেখক ও গবেষক মো: আরিফুর রহমান; লেখক-শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম; কবি নজমুল হেলাল; কবি-সাংবাদিক ও সংগীত শিল্পী আমিরুল মোমেনীন মানিক প্রমুখ। সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল। তিন পর্বেও উৎসব পরিচালনা করেন সমধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাছির উদ্দিন।
সাহিত্য বিষয়ক কাগজ সমধারা প্রতিবছর সাহিত্যের বিভিন্ন শাখায় গুণীদের পুরস্কার প্রদান করছে। এবার সমধারা সাহিত্য পুরস্কার ২০২৫ গ্রহন করেন চার প্রবাসী কবি। কবি মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ, সেলিম রেজা ও আজিজুল আম্বিয়া এই চার কবিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই কবিরা শিকড় পত্রিকা পরিবারের সদস্য । তাই এবার লন্ডনের কবি মহলে আনন্দ বিরাজ করছে । পুরস্কার প্রাপ্তির পর কবি ইকবাল মোহাম্মদ বলেন , এ সম্মান আমাকে সারা গ্রেট বৃটেনের সম্মান , কবি শামাম আহমদ জানান , এই সম্মান আমাকে আরো দায়িত্বশীল করে তুলবে । কবি সেলিম রাজা বলেন এবার প্রবাসীদের নায্য সম্মান দেওয়া হয়েছ। কবি আজিজুল আম্বিয়া বলেন , এই সম্মান আমাকে সৃষ্টিশীল কাজে আরো উৎসাহী করে তুলবে।
অনুষ্ঠানের ২য় পর্বে সমধারা সাহিত্য পুরস্কারপ্রাপ্ত চার কবির কবিতা নিয়ে আবৃত্তি প্রযোজনা ‘মাননীয় কবিতাপুত্রগণ’ উপস্থাপন করা হয়। এতে সমধারা পরিবারের শিল্পীরা অংশগ্রহণ করেন।
আগের বছর ২০২৪ সালে কথাসাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী, কবিতা সাহিত্য মজিদ মাহমুদ ও শিশুসাহিত্যে ধ্রুব এষ সমধারা সাহিত্য পুরস্কার গ্রহণ করেন। ২০২৩ সালে কথাসাহিত্যে হরিশংকর জলদাস, কবিতায় ফরিদ আহমদ দুলাল ও শিশুসাহিত্যে স. ম শামসুল আলম; ২০২২ সালে পুরস্কার গ্রহণ করেন কথাসাহিত্যে আনোয়ারা সৈয়দ হক ও কবিতায় ওমর কায়সার; ২০২১ সালে কথাসাহিত্যে ইমদাদুল হক মিলন এবং কবিতায় সরোজ দেব; ২০২০ সালে কথাসাহিত্যে সেলিনা হোসেন এবং শিশুসাহিত্যে রহীম শাহ; ২০১৯ সালে গ্রহণ করেন কবি মৃণাল বসুচৌধুরী; ২০১৮ সালে মুহম্মদ নুরুল হুদা; ২০১৭ সালে নির্মলেন্দু গুণ; ২০১৬ সালে হেলাল হাফিজ এ পুরস্কার গ্রহণ করেন।
প্রথম পর্বে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। এ পর্বে ১১০ জন কবি অংশগ্রহন করেন।
শিকড় পরিবারের পক্ষ থেকে নন্দিত কবিদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন ।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending