
একটি পোস্ট দেখে
বহুযুগ পার করা বসন্তের মুখ
তোমার আবিরদগ্ধ কপাল
ভ্রু নাক ঠোঁট চিবুক জুড়ে
দাউ দাউ আগুন
এতকাল পরেও নিভেছে কি?
হয়তো নেভেনি আজও
অবিরত ক্ষয় শুধুই ছুঁয়েছে চোখ
ক্লান্তিময় ওই দৃষ্টি
আমি আর খুঁজিনা এখন
বড় আনমনা হয়ে থাকো,
কেন? বিষন্ন রোদ্দুর মাখো
সব সুখ ধুয়েমুছে আবার কবিতা
হয়ে যাবে, নিজেকে মানুষ ভাবো? ভুল ভাবো,ভুল ,ভুল
নির্জন বসন্তের নক্ষত্রকে
সাক্ষী রেখে চুলে গোঁজো
একগুচ্ছ রামধনু ফুল…






এখানে আপনার মন্তব্য রেখে যান