
পদচিহ্ন
অন্ধকারের বক্ষবন্ধনী ছিঁড়ে ফেলো,
ছুঁড়ে ফেলো স্তূপীকৃত যত কালো
নির্মোহ প্রেম ছড়িয়ে দাও ধরণিতে
স্নায়ুতন্ত্রের কোষে কোষে পৌঁছে দাও
জোনাকির আলো
প্রতিটি ভ্রূণ হোক স্বতন্ত্র নক্ষত্র
শতাব্দী বুকে ধরুক তোমার পদচিহ্ন
বিস্ময়ভরা চোখে দেখুক পৃথিবী
তোমার হাতেই মুঠো মুঠো রোদ
মেয়ে, তুমিও আকাশ হতে জানো।






এখানে আপনার মন্তব্য রেখে যান