
থিমপুজো
এই ধরণের থিম পুজোর দিনে
ফুলে রঙে ঝলমল করে ওঠে
আন্তর্জালের দেওয়াল,
মাতৃপূজার মহানতায় বিকশিত হয় মানচিত্র
আর দিগন্তরেখা বরাবর
দুহাত পেতে বসে থাকে স্বাধীনতা।
অনার কিলিংয়েরও আরও আগে
দূরদর্শিতার মাপকাঠিতে ভ্রূণহত্যা কখনও কখনও
তাকে মুক্তি দেয়,
বহু নিষেধরেখা পেরিয়ে আসার পরেও
কী যেন পুড়ে পুড়ে ছাই হতে থাকে
তারপর গোপন জবানবন্দি, অপ্রকাশিত একটা নাম
‘লালসা’ আর ‘নির্যাতিতা’ -র প্রচ্ছদে
গুঙিয়ে গুঙিয়ে জীবন কেঁদে ওঠে
ধীরে ধীরে ফ্যান্টাসির রঙে চাপা পড়ে যায়
এইসব কান্নাগুলো।






এখানে আপনার মন্তব্য রেখে যান