
চিহ্নবেদনা
জানো
কখনও একা হাঁটিনি রাতে!
পথের ঘুম দেখার ইচ্ছে নিয়ে
কখনও বেরোনো হয়নি রাত্রি দ্বিপ্রহরের পর
সেই যে, একটি বেহালা হেলান দিয়ে
রেখে দিয়েছিলাম সন্ধ্যাতারার গায়ে
তারপর এককাপ রঙ-চা হাতে নিয়ে
কেটে গেল রাত্রির সকল প্রহর
রাতের পা ফেলার শব্দে
কান পেতে কাঁদে খোঁপার জুঁইফুল
তবু কখনও
একা হাঁটতে পারি না রাতে!






এখানে আপনার মন্তব্য রেখে যান