কলঙ্ক

যে কণ্ঠ অন্যায়ের প্রতি উদাসীন
তাকে অস্বীকার করেছি
যে চোখ দেখতে ভুলে গেছে ঝঞ্ঝাতপ
অস্বীকার করেছি তাকে
যে জিহ্বা ভুলে গেছে প্রতিবাদের স্ফুলিঙ্গ
তাকে চিনি না, চিনতে চাই না
কী হবে বেঁচে থেকে যদি বলতে না পারি
আমরা ভালো নেই, ভালো নেই আমাদের নির্জনতম সুখ
যদি বলতে না পারি সমস্ত হাড়ভাঙা খাটুনির শেষে
স্পর্ধায় মাথা তুলতে পারি এমন কোনো খোলা আকাশ
আমাদের জন্য কোথাও কেন কেউ রাখেনি
স্বপ্ন দেখার কোনো মজুদ বাহানা না পেয়ে পেয়ে
আমাদের চোখ মরুভূমি, আমাদের দুহাতে মরচে
আমাদের শিশুরা ফিরিয়ে নিয়েছে মুখ অস্থির অভিমানে

আমাদের স্বপ্ন আমরা বেচতে চাইনি
আমাদের আহ্লাদ আমাদের মায়া আমাদের কোমলতা
মেরে ফেলতে চাইনি
ভিখিরি হতে চাইনি, ধর্ষিত হতে চাইনি, লুম্পেন হতে চাইনি
চাইনি আমাদের সকাল উদ্বাস্তু হোক
বিকেল হোক পরিযায়ী হাজার হাজার পা
পৃথিবীর হাড়গোড়ে আমাদের লাশের ছায়া পড়ে আছে
কপালে কোনো উন্মাদ লৌহশলাকার খোলা আক্রমন
আমাদের চিহ্নিত করেছে হননকারী রূপে
আত্মীয়ের শব পুড়িয়ে পাড়ায় পাড়ায়
নাগরিক ঢ্যারা পিটে জানিয়েছে আমরা সভ্যতার শত্রু
আমাদের ফেরত পাঠিয়ে দেওয়া হোক জল্লাদখানায়

আমার সমস্ত নির্ঘুম রাত আমাকে শিখিয়েছে
দিকভ্রান্ত নাবিকের কথা ডিকোড করতে
খুঁজে বের করতে ভাঙা তালার চাবি
হ্যাঁ, আমি জাজমেন্টাল
দিনভর জাজ করি উচ্ছৃঙ্খল পৃথিবীর
বানিয়ে তোলা রহস্যের সব নিঃসাড় বর্বরতা


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending