
শ্বেত শুভ্র প্রকৃতি
হিমেল তুষারে আচ্ছাদিত এমন এক শ্বেত শুভ্র প্রকৃতি
এ অচেনা রূপ, এক অন্য প্রতিকৃতি!
সবদিকে যেন স্থবির নিশ্চল অনুভূতির দীর্ঘশ্বাস।
যেন এক অচেনা অন্য পৃথিবী!
মনে করিয়ে দেয় সবশেষের নীরবতা।
এই পৃথিবীতে পরিক্রমার রহস্য-পদাবলী,
প্রতিধ্বনিত প্রতি ক্ষণে-
আকাশের বুকে বোবা কান্নার মত।
সজীব সজ্জিত গাছের পাতার বিদায়ের আকুতি
থর থর করুণ স্পন্দন, সে কি কোন মিনতি
নাকি শেষের কবিতার পঙক্তি
নিজেকে বিলিয়ে দেবার অন্য এক প্রতিশ্রুতি প্রকৃতির কাছে।
যদিও বৃষ্টির ফোটা জমাট হয় কত আশায়
তবুও, যায় ঝরে আনন্দে- এক অনাবিল শান্তিতে
দান করে যায়, তৃষ্ণার্ত মাটিকে আর্তনাদের উপশম।
আকাশের দীর্ঘশ্বাসের স্পর্শ পেয়ে,
মানুষ কত আশার স্বপ্ন দেখার পর-
সব ছেড়ে পারাপারের প্রস্তুতিতে বিচলিত।
যে যাত্রা জানেনা সে, কত দীর্ঘ!
আর কোথায়বা এ যাত্রার গন্তব্য স্থান।
শুধু জানে যে তার চোখে,
এ প্রকৃতির রূপ প্রতিকৃতি হবে অদৃশ্য-
হয়তোবা এক ভিন্ন পরিমণ্ডলে বিচরণ করে।






এখানে আপনার মন্তব্য রেখে যান