
হয়তো তাকে
হয়তো তাকে ভালোবেসেছি অনন্তকাল
নয়তো বাসিনি ভালো কোনো কালে
তবুও কিছু নিরালা কেড়ে নেয় সে
নানারূপে নানাছলে।
হয়তো তাকে পাইনি আমি খুঁজে,
নয়তো পেয়েও হারিয়েছি অনিমেষে
মন তবুও নিরুদ্দেশ কোন অজানায়
পাওয়া না পাওয়ার ব্যাথার মাঝে।
হয়তো, সে ভালোবেসেছিলো দ্বিধাহীন
জানতে চাইনি তা।
হয়তো, কিছুই জানার ছিল না
কোনটা ভালোবাসা!
প্রেম, নাকি ভালোবাসা
বোঝা না বোঝার দ্বন্দ্বে
দ্বিধান্বিত সময় ক্ষয়ে ক্ষয়ে যায়
অজানা অনন্ত এক কাব্যে।
বেলাশেষে চোখ ভিজে ওঠে ব্যথার অশ্রুজলে
হয়তো, তাকে বেসেছি ভালো
নয়তো, বাসিই নি কোনোকালে।
হয়তো তাকে
কাব্যগ্রন্থ : হয়তো তাকে






এখানে আপনার মন্তব্য রেখে যান