হঠাৎই সেদিন

হঠাৎই সেদিন
দুচোখ ভরে উঠল
অভিমানী অশ্রুজলে ।
নিজের অজান্তেই
লুকিয়ে ফেললাম অন্তরালে ।
বুকে জমে রইল মেঘ -রোদ
ভুলে রইলাম শোক বোধ ।
এমন বিষণ্ণ দিনের শেষে
যখন আঁধার নেমে আসে
মনে পড়ে যায় অবশেষে –
তোমার উষ্ণ হাতের পরশে
শুধু বৃষ্টি নামা বাকি ।

গোপা ভট্টাচার্য

Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending