
সময়ের তর্জমা
স্বপ্নগুলো ঢুকে যাচ্ছে
রাত্রির পাকস্থলীতে
আমি এখনো ভাতঘুমে আচ্ছন্ন
নিঃশ্বাস ধীরলয়ে বয়
সুদূরে রয়ে গেলো স্বপ্নের সিঁড়ি
আর কী হবে গো ফেরা মঞ্জিলে মকসুদ
আত্মদ্রোহে
দেবীঘরে বলি হয় অস্ফুট অক্ষরের
বায়ুপন্থে হারিয়ে যায় সময়ের তর্জমা ।

সময়ের তর্জমা
স্বপ্নগুলো ঢুকে যাচ্ছে
রাত্রির পাকস্থলীতে
আমি এখনো ভাতঘুমে আচ্ছন্ন
নিঃশ্বাস ধীরলয়ে বয়
সুদূরে রয়ে গেলো স্বপ্নের সিঁড়ি
আর কী হবে গো ফেরা মঞ্জিলে মকসুদ
আত্মদ্রোহে
দেবীঘরে বলি হয় অস্ফুট অক্ষরের
বায়ুপন্থে হারিয়ে যায় সময়ের তর্জমা ।
Subscribe to get the latest posts sent to your email.
এখানে আপনার মন্তব্য রেখে যান