চাপা স্বপ্ন

ভগৎ সিং, লালা লাজপত রায়, চিত্তরঞ্জন দাস
বিসমিল্লাহ খান, রানী লক্ষ্মীবাঈ ,
যে যার গন্তব্যে হাসতে হাসতে মৃদুভাবে জ্বলছে।
শহরের বাতি জ্বালিয়ে আমরাই ডুবে গেছি?
আমরাই হারিয়েছি সেই স্বপ্ন
যার জন্য একদিন রক্তের দরিয়া পেরিয়েছিলাম?
কথা ছিল এক স্বাধীন দেশের,
যেখানে ক্লান্ত কৃষক মাঠের ধুলো মুছে
শান্তিতে দু’মুঠো ভাত খাবে, বাড়ি ফিরে কাজ শেষে।

কথা ছিল এক মেঘলা বিকেলে,
পাঠশালা ফিরতি মেয়ে
বৃষ্টিভেজা জামা-কাপড়ে লেপটে থাকা শরীরে ঘরে ফিরবে স্বাধীনভাবে।
কিন্তু আচমকাই ইতিহাস থমকে দাঁড়ালো—
বেকারত্ব আর ধর্ষণ পাড়ায়— পাড়ায় মোড়ে —মোড়ে ।
এখন? আমরা খুঁজি মাধ্যমিক পাস কন্টাক্টরের
বাড়ির নিচে টাইলসের তলায় লুকিয়ে রাখা কোটি কোটি টাকা।

অথচ শিক্ষিতের অভাব নেই,
শুধু শিক্ষার অভাব আছে!
তারা এখন চাকরির লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত,
অবশেষে আড্ডায়, রিলে, টিকটকে
ভবিষ্যৎ গড়ার স্বপ্নে ব্যস্ত
বর্তমান নষ্টের আনন্দে।

একদিন যারা গান গেয়েছিল—
“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”
তারা কি জানত,
সেই সোনার মাটির নিচে
বুক চাপা দিয়ে শুয়ে থাকবে কোটি কোটি অন্ধকার?
তবে কি এই স্বাধীনতার জন্যই
সেই বিপ্লবের আগুন জ্বলেছিল?
না আমরাই মেদ যুক্ত শরীরে..!


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

“জাসমিনা খাতুন” এ একটি মন্তব্য

  1. সুন্দর কবিতা। অভিনন্দন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending