
শব্দহীন ক্রন্দন, (স্বাধীনতা দিবসের কাব্য)
আজকাল সবাই কথা বলে,
ঝড় গর্জে ওঠে বলে “সবকিছু ভেঙে দেবো!”
নদী বলে, “ভাসিয়ে নেবো কূল!”
আগুন জ্বলে উঠে বলে “গ্রাস করবো সব!”
ছায়ারাও নীরবতা ভেঙে ফেলে,
রাতের আঁধারে সঙ্গোপনে বলে, “
“আমরা আছি,
“আমরাও দেখি!”
পশুরাও থেমে নেই;
শিয়াল কৌতুকে মেতে ওঠে,
বাঘ হুংকারে কম্পিত করে,
সাপ ফণা তুলে ফিসফিসিয়ে বলে, “
“আমরা বিষে বাঁচি, মনে আছে তো?”
শুধু মানুষ নীরব।
তাদের মুখ সেলাই করা,
ভাষা শৃঙ্খলিত।
মানুষ কি তবে ভয় পেয়েছে?
নাকি ভয় দেখানো হয়েছে তাকে?
সে কি আর কথা বলবে না?
নাকি একদিন তার নীরবতা বিস্ফোরিত হবে
বিদ্রোহের ভাষায়?






এখানে আপনার মন্তব্য রেখে যান