অচেনাগল্পে…
হাতে হাত রেখে হেঁটে যাবো
আমাদের পথের জ্যোৎস্নায়,
সুখের আঙিনায় যদি না হয় আশ্রয়
দুঃখের ছায়ায়ই যেনো হয় ঠাঁই!
কষ্টের রঙ ছড়িয়ে দেবো বাতাসে,
চোখের জলে রাঙাবো আকাশ।
কেন পুড়ে যাচ্ছো নিঃশব্দ অদৃশ্য অনলে
হারিয়ে যাচ্ছো দুঃখের নীলাভজলে,
নিজেকে দিচ্ছো জলাঞ্জলি?
হারিয়ে যাচ্ছো অন্ধকারে,
কেন ভেসে যাওয়া অজানার ঘূর্ণিপাকে?
শোনো! তাকিয়ে দেখো
রোদ্দুর ছুঁতে চায় আমাদের হাত,
নতুন ভোরের আলোয়
স্বপ্নেরা দরজায় কড়া নাড়ে,
চলো হাতের মুঠোয় স্বপ্নপোষে হেঁটে যাই
আমাদের গন্তব্যের পথের বাঁকে!
তুমি উদাসীন হারিয়ে যেওনা-
তোমার কষ্টগুলো আমাকে দাও
রঙের তুলিতে ছড়িয়ে দেবো আকাশে,
দুঃখগুলো দিয়ে দাও আমাকে
বাতাসে এঁকে দেবো দুঃখের কালচিত্র,
শুধু হৃদয়ের আশেপাশে থেকো!
তোমাকে ঘিরে থাকুক বিশ্বাসের আলো
ঝর্নার হাসি, নদীর উচ্ছ্বাস,
একফালি রুপালী চাঁদ, সোনাঝরা রোদ,
গানের মূর্ছনা এবং কবিতার সকল ছন্দ!
আমি যদি কোনদিন হারিয়ে যাই
সেদিন তারার ভিড়ে, নির্জন রাতে
আমাকে মনে রাখতে নাই পারো,
শুধু জেনে রেখো-
তোমার দুঃখ নিতে এসেছিলাম,
হাতধরে হেঁটে যেতে চেয়েছিলাম
আমাদেরই পথের অচেনাগল্পে…!






এখানে আপনার মন্তব্য রেখে যান