হলুদ বিকেলের ঘণ্টাধ্বনি

দেখি—
অপরিচিত রাস্তার ধারে
কিছুই না— শুধুই মানুষ…

কণ্ঠে যন্ত্রের স্বর—
বাঁ হাতের তালুতে অবশিষ্ট জীবন
যেনবা হাওয়া-স্পর্শ শর্ষেফুল

লাঙল চষা ফালা-ফালা মাটির কষ্ট
পড়ে থাকা একরাশ নীল
উড়ে আসা একটা পাখি, হলুদ বিকেল

দেখি—
প্রবহমান রক্তের ভেতর
কিছুই না, শুধুই জেদ…
রোপিত নিভৃত শস্য, টায়ার-দলিত জন্ম
শবযাত্রার ফেলে যাওয়া ঘণ্টাধ্বনি
তা-ও দেখি।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending