বলে যেও, বৈশাখ
দূরন্ত সময় হেঁটে যায় প্রতিবার,
ছায়ার মতন
ধরা যায় না,
তবু রেখে যায় চেনা ধুলো, বিস্মৃত পায়ের দাগ।
সুজন ফিরে আসে
বছরের গায়ে সময়ের মালা গেঁথে,
নতুনের ছায়ায় পুরনো সুর বাজে
অম্লান এক দীর্ঘশ্বাস,
মনে পড়ে যাওয়া, না-পড়ার ফাঁকে
জেগে থাকা আতঙ্কের রাত্রি।
চলে যাবার আগে
একবার ফিরে চেয়ে যেও বৈশাখ,
নয়তো চুপিচুপি চলে যেও,
তবু আমি বুঝে নেবো
তুমি আছো,
স্মৃতির দুধসাদা কুয়াশায়
আলো-অন্ধকারের জোছনায়
গভীরতর যাত্রার সঙ্গী হয়ে।
তুমি ভেসে থাকো
সময়-দুধে মাখন হয়ে,
আমার প্রতিদিনের অভ্যেসে
নিত্য ফিরে আসো।
এসো বৈশাখ
প্রাণের ভিতর ঢেউ তুলে,
চৈত্রের ধুলায় ধ্যান হয়ে এসো।
এসো শাড়ির নকশায়,
আমানী হাঁড়ির আড়ালে,
ইলিশ ভাজির ধোঁয়ায়
ভর্তার গন্ধে,
মরিচের টানে,
আর গ্রামীণ মেলার কোলাহলে।
এসো, বাংলার সাধ হয়ে,
রক্তিম শুভেচ্ছায়
স্বাগতম হে পহেলা বৈশাখ।






এখানে আপনার মন্তব্য রেখে যান