বাঁধনহারা মেঘ

বিরহে ব্যারিকেডে যে কবিতার জন্ম
দাসত্বহীন উন্মাদনা নিয়ে ,এটাই কবিত্ব
এতে অসম্মান নেই ,রাষ্ট্রের ত্যাড়া খঞ্জরে বিদীর্ণ –
পাঁজর! এ কোন প্রাপ্তি নয় এ যে অভিসন্তাপ !

কবিতার প্রতিটি অক্ষর একটি নতুন শব্দের
খোঁজে ফানা,স্তুতিতে পোষ্যতা নেই বাঁধনহারা মেঘ।
মেঘের ভ্রূণে পরিপুষ্ট হয় নদী
নদী দাসত্ব জানেনা ,
অবিশ্রান্ত পথে সময়ের স্মারক এঁকে যায় জল
বাজেয়াপ্ত দুই তীরে গুম হয়ে গেলে বৃক্ষকুল
ভ্যালভেট হাওয়ায় পুষ্টতা পায় কবির কলম
রাতের গভীরে কোকিলের কান্নার স্বর লিখে –
কবিতায় ,আর ঘুঘুর কুঁকড়ে যাওয়া গানের মতো
বিরহে বিদ্রোহ আঁকে ধ্রুপদী উপাখ্যানে …


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending