একটি কোকিল দূরের নীল হয়ে আছো
দূরের নীল হয়ে আছো। সবুজ পাহাড়।
বৃক্ষ ছিলে।
আজ দূরত্ব ধূ ধূ মাঠ
বালির ঘূর্ণি, হাওয়া বয়
সম্পর্কের মাঝখানে।
অথচ সে সকল বর্ষায় তুমি ভিজে
এলে
আমাকে ছুঁতে দিতে
সে সকল বসন্তে ফুটলে নতুন ফুল
জাগলে নূতন পাতা
ছুঁতে দিতে
তোমার সবুজ।
আজও আমি ছুঁই
স্মৃতি আর স্বপ্নের ভেতর।
দূরে অন্ধকার হয়ে জেগে আছো
স্বপ্নে, স্মৃতিতে।






এখানে আপনার মন্তব্য রেখে যান