তোমার জন্য
ভোরের রোদের নরম ছোঁয়ায়
তোমার জন্য আলো হতে চেয়েছিলাম
ভেজা বাতাসে শীতল স্পর্শ
স্নিগ্ধ আবরণে জড়িয়ে থাকা
হৃদয়জুড়ে আন্দোলিত শিহরন।
আমি শিশিরের কণা,
তুমি আকাশের নীল বিস্তার
স্নিগ্ধতার চাদর জড়িয়ে
বৃষ্টি হয়ে দুজনের গাঢ় অবগাহন।
তুমি দমকা বাতাস,
আমি নদীর স্রোত প্রবাহ, দুরন্ত উচ্ছ্বাস।
কাছে এসেও দুজনার যোজন দুরত্ব,
সময়ের অনন্ত ফাঁরাক,
ভেঙেছে স্বপ্ন, শুধুই শব্দহীন আর্তনাদ।
দুজন বয়ে চলেছি পাশাপাশি
একান্তে নিরবধি
কিন্তু ছুঁতে পারিনি বুকের আঙিনা
শুধুই এক অলীক দূরত্ব তোমার আমার।






এখানে আপনার মন্তব্য রেখে যান