তোমার ভালোবাসা পেলে

সমস্ত পাপ অস্বীকার করে নেবো।
আবার সাজাবো জীবন প্রেমিকার হৃদয়ের মতো।
একবার তোমার প্রশ্রয় পেলে
পবিত্র ভ্যাটিকান সিটি আর রাখতে দেবো না নারী ও নদীহীন। 
এমনকি মরুভূমিতেও স্বর্গোদ্যান করার জোর দাবি জানাবো।

একবার তোমার প্রশ্রয় পেলে
রাষ্ট্রীয় ভাবে আমিও চেয়ে বসবো শ্রেষ্ঠ প্রেমিকের খেতাব। 
নারী ও ঝর্ণার কাছে চিরদিন ঋণী থেকে যাবো।
শুধু একবার তোমার প্রশ্রয় পেলে 
বুক উঁচু করে হবো বিচ্ছেদের মুখোমুখি।
মৃত্যুকেও করে  নেবো সহোদর ভাইয়ের মতো।

একবার প্রশ্রয় পেলে 
আর পালিয়ে থাকবো না ধূর্ত হরিণের মতো
এমনকি ফাঁসির মঞ্চেও দাঁড়াবো হাস্যজ্জ্বল মুখে।
একবার তোমার প্রশ্রয় পেলে
জীবন ও মরনের মাঝামাঝি দাঁড়াবো
বিপ্লবী প্রেমিকের মতো।
জোর গলায় দাবি করবো
আমাদের মৌলিক অধিকার প্রেম। 

একবার প্রশ্রয় পেলে
শুধু একবার তোমার প্রশ্রয় পেলে সক্রেটিসকে বলবো
আপাততঃ প্রেম ও সঙ্গমের আলাপ করি।
তোমার প্রশ্রয় পেলে
চুমো হয়ে উঠবে শিল্প সঙ্গম হবে স্বর্গের নদী
তোমার প্রশ্রয় পেলে
সমস্ত বদমাশি ছেড়ে মক্তবে যাওয়া আসা করা
বালকটির মতো আমিও হয়ে উঠবো শান্তশিষ্ট প্রেমিক।
আমাকে প্রশ্রয় দেবে প্রিয়তমা?


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending