ইচ্ছে
তুমি বল, আমি ভালো আছি।
সত্যিই কি তুমি ভালো আছো?
আমি তো দেখেছি বুকের মাঝে নীরব রক্তক্ষরণ ভেজায় তোমার মন।
আমি তোমার আবেগী প্রশ্রয়ে উদ্ভাসিত হ ওয়া তোমার মুখের হাসি।
যখন কেউ প্রশ্ন করে কেমন আছ তুমি?এক টুকরো হাসি ছড়িয়ে দিয়ে বল, আমি ভালো আছি।
সত্যিই কি তুমি ভালো আছো?
আমি তো শুনেছি বাতাসে তোমার গভীর দীর্ঘশ্বাস।
আমি যে অনুভব করি তোমার দু চোখ দিয়ে ঝরে যাওয়া ফল্গুধারা ।
অপমান বুকে চেপে কতবার তুমি নিজেকে লুকিয়েছ মিথ্যে হাসির অন্তরালে। বন্ধু আমি তোমার মুখের ম্লান হাসি হতে চাইনা। তোমার প্রত্যয়ী হাসিতে হোক আমার আত্মপ্রকাশ।
কবে তুমি জয় করবে তোমার পৃথিবী?
জয়ের হাসি হয়ে ছড়িয়ে পড়ব তোমার ঠোঁটে
মুছে যাবে মিথ্যে হাসির আপোষ।






এখানে আপনার মন্তব্য রেখে যান