আজ ২৪শে মে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মদিনে আমরা গ্লোবাল এবং শিকড়-এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই এক মহাপ্রাণ কবিকে, যিনি ছিলেন বিদ্রোহের কণ্ঠস্বর, একতার দূত, এবং এমন এক দীপ্তি, যা আজও প্রজন্ম থেকে প্রজন্মে আলো জ্বালিয়ে যাচ্ছে।
নজরুল শুধু কবি নন, ছিলেন এক বিদ্রোহী আত্মা , যিনি শব্দে-শব্দে শোষণের বিরুদ্ধে বজ্রঘাত করেছেন। তাঁর কালজয়ী কবিতা “বিদ্রোহী” হয়ে উঠেছিল মুক্তির মন্ত্র, আত্মমর্যাদার ঘোষণা, ও মানবতার এক নিঃশব্দ চিৎকার।
গত ১৪ মে শিকড় ও গ্লোবালের আয়োজিত কবিতা সন্ধ্যায় শক্তিশালী কবিতাটিকে ইংরেজিতে অনুবাদ ও আবৃত্তি করেন ডেভিড লি মরগান। একজন প্রথিতযশা কবি ও পারফর্মার, যাঁর কণ্ঠে নতুন প্রাণ পেয়েছে নজরুলের বিদ্রোহ। যেন আরেকবার গর্জে উঠল, প্রমাণ করল নজরুল এখনও প্রাসঙ্গিক, এখনও দ্রোহের প্রেরণা।
আজ নজরুলকে স্মরণ করার মধ্য দিয়ে আমরা উদযাপন করি তাঁর বৈশ্বিক প্রভাব। তাঁর কবিতা ভাষা বা সীমান্ত মানে না, কথা বলে আগুন ও ভালোবাসার, বজ্র ও কোমলতার।
গ্লোবাল এবং শিকড়-এ আমরা বিশ্বাস করি: সংস্কৃতি, কবিতা ও ইতিহাসকে জীবন্ত রাখতে হবে। আজকের কণ্ঠে, আজকের মঞ্চে। নজরুলের সেই বিদ্রোহী চেতনাকে আমরা বহন করে চলেছি, নিপীড়নের বিরুদ্ধে কথা বলে, বৈচিত্র্যের মর্যাদা দিয়ে, এবং শিকড়কে ভালোবেসে।
শুভ জন্মদিন, কবি।
বিদ্রোহী এখনো গায়, সব ভাষায়, সব দেশে।






এখানে আপনার মন্তব্য রেখে যান