শিকড়ের রজতজয়ন্তীকে সামনে রেখে আয়োজিত ব্যতিক্রমী কবিতা সন্ধ্যায় কবি-সাহিত্যিকদের মিলনমেলা

পূর্ব লন্ডনের ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ভিক্টোরিয়া পার্ক যেন সেদিন পরিণত হয়েছিল এক কাব্যিক রাজ্যে। প্রবাসে বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্য পত্রিকা ও শিকড় ফোরাম পেরিয়ে এসেছে তাদের ২৫ বছরের গৌরবময় পথচলা শিকড় তার রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আয়োজন করে পোয়েট্রি ইন দ্য পার্ক, ব্যতিক্রমধর্মী এক কবিতা সন্ধ্যার। যা শুধু একটি অনুষ্ঠান নয়, ছিল এক আবেগঘন কাব্যময় উদযাপন।

নীল আকাশ, সবুজ ঘাসের গালিচা, আর তার বুকজুড়ে ছড়িয়ে পড়া কবিতার নান্দনিক উচ্চারণ, এই অনবদ্য আবহে প্বাংলা কবিতা যেন নতুনভাবে প্রাণ ফিরে পেল। গত ২রা জুন অনুষ্ঠিত এই কাব্যিক সন্ধ্যায় বিলেতের বিভিন্ন শহর থেকে ছুটে আসেন কবি, লেখক ও সাহিত্যপ্রেমীরা। কাব্যচর্চার এই মিলনমেলা পরিণত হয় নানা ধরনের বাঙালী খাবার ও উৎসব আমেজে।

অনুষ্ঠানের শুরুতে কবি ও শিকড়ের সম্পাদক স্মরণ ও সম্মান জানান শিকড়ের প্রধান উপদেষ্টা, কবি, লেখক ও সাংবাদিক প্রয়াত আব্দুল গাফফার চৌধুরীর প্রতি। তাছাড়াও কবিতা পাঠ ও উপস্থিতিতে ছিলেন শিকড় সম্পাদক কবি ফারুক আহমেদ রনি, মজিবুল হক মনি, বদরুল চৌধুরী, ময়নুর রহমান বাবুল, কাবেরী মুখার্জী, শামিম আহমদ, এ কে এম আব্দুল্লাহ, ধনঞ্জয় পল, ফয়জুর রহমান ফয়েজ, আজিজুল আম্বিয়া, ফয়েজুল ইসলাম ফয়েজনুর, নীলা নিকি খান, হাফসা ইসলাম, স্মৃতি আজাদ, মাহমুদ হাসান, সালমা বেগম, নাজিম উদ্দিন, সাহিন খান, রাহুল চৌধুরী, জুবেল আহমদ বেলাল, মিজানুর রহমান মিরু, জাকির হোসেন ও শিরিন উল্লাহ সহ আরও অনেক গুণী কবি ও কবিতাপ্রেমী।

প্রবাসে বসবাস করলেও বাংলা ভাষা ও সাহিত্যকে হৃদয়ে ধারণ করে যারা প্রতিনিয়ত সৃজনের মাধ্যমে মাতৃভাষার উত্তরাধিকারকে বহন করে চলেছেন, এই আয়োজন ছিল তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। কবিতার প্রতিটি পঙক্তি যেন ছুঁয়ে যাচ্ছিল উপস্থিত দর্শকদের অন্তর। কবিরা কেবল কবিতা পাঠ করেননি, তারা তাদের অনুভব, প্রেরণা ও স্বপ্নের গল্পও ভাগ করে নিয়েছেন শ্রোতাদের সঙ্গে।

শিকড়ের পক্ষ থেকে জানানো হয়, আমাদের লক্ষ্য শুধু সাহিত্যচর্চা নয়, প্রবাসে বাংলা সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা এবং নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত করা। যার প্রতিশ্রুতিতে জন্ম নেয়া শিকড়ের আরেকটি ইংরেজিভাষা বা দ্বিভাষী অনলাইনভিত্তিক প্লাটফর্ম গ্লোবাল পোয়েট এন্ড পোয়েট্রি নতুন প্রজন্মের পাশাপাশি বিশ্বের নানা দেশের কবি, সাহিত্যিকদের সমন্বয়ে একটি আন্তরিক প্রয়াস। উক্ত অনুষ্ঠানে কবিতা, আড্ডার পাশাপাশি ছিলো এই বছরেই লন্ডন, ঢাকা ও কোলকাতায় অনুষ্ঠিতব্য শিকড়ের রজত জয়ন্তীকে সামনে নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা।

তবে, এই কবিতা সন্ধ্যায় কোনো আনুষ্ঠানিক মঞ্চের গণ্ডি ছিল না, প্রকৃতিই ছিল মঞ্চ, শ্রোতা, পটভূমি ও প্রেরণা। পাখির কূজন, হাওয়ার মৃদু ছোঁয়া, আর কবিতার সুর যেন এক হয়ে গিয়েছিল প্রকৃতির সাথে।
সন্ধ্যার শেষভাগে আলোচনায় উঠে আসে প্রবাসে সাহিত্য চর্চার ভবিষ্যৎ, তরুণদের সম্পৃক্তি, এবং বাংলা কবিতার নতুন দিগন্ত প্রসারিত করার প্রত্যাশা।
এই আয়োজন শুধু একটি কবিতা সন্ধ্যা নয়, এটি ছিল বাংলা ভাষা ও কাব্যচেতনাকে প্রবাসে নতুন করে ধারণ করার এক সার্থক প্রচেষ্টা। শিকড়ের এই রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত পোয়েট্রি ইন দ্য পার্ক স্মরণীয় হয়ে থাকবে প্রবাসী বাংলা সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নিদর্শন হিসেবে।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending