আমি আসি আমার নিয়মে
আমি কিন্তু খড়কুটো কিংবা কোনো ঝরা পাতা নই,
যে ঝড়ে বা দমকা হাওয়াই উড়তে উড়তে দূরে চলে যাবো;
না, আমি তেমন কোনো পরজীবী আগন্তুক নই ;
আমার অস্তিত্বে আছে একটা বিশাল মহীরুহ,
যার মূল অনেক গভীরে,ফুলে ফলে পল্লবিত এক
শ্যামল আকাশ জুড়ে যার আছে বহু ডালপালা;
তার নামে গৌরবের যত কথা যত চিত্রগাথা
রিসেট বাটন চেপে যে চায় মুছিয়ে দিতে তাকে
সে এক মুখোশধারী প্রতারক বসন্তের পাখি!
আজন্ম শত্রুর সঙ্গে বারবার যুদ্ধ করে আমি
এতদূর এসে আজ একটা দুঃস্বপ্ন দেখে থেমে যাবো?
না, আমি থামার জন্য রক্তে ভেজা মাটিতে নামিনি,
এ মাটি আমার প্রাণ — নিরঙ্কুশ আত্মপরিচয়,
তার বুকে পরগাছা! উপড়ে ফেলে সামনে যেতে হবে —
চূড়ান্ত যুদ্ধের ডাক এসে গেছে নতুন প্রত্যয়ে:
মৃত্যু আসে তার মতো– আমি আসি আমার নিয়মে।






এখানে আপনার মন্তব্য রেখে যান