তুমি আবার সোনা ফলাও
হে মেঘে ঢাকা আকাশ, ঝরাও বৃষ্টি, ধুয়ে দাও ক্লান্তির ক্ষত,
নীলের আঁচলে ঢেকে দাও মলিন এই বৈষম্যের শরীর।
নির্জীব গাঙ, ফিরিয়ে আনো প্রমত্ত স্রোতের গর্জন,
নবযৌবনার ছলকে ভেসে উঠুক প্রাণের উচ্ছ্বাস।
ধূসর আঁধার, ভাঙো তোমার মৌনতা
আলোয় ভরাও, জ্বলুক গৃহ-প্রান্তর, অন্ধকার পথ।
নিঃসাড় বৃক্ষ, মুকুলিত হও,
তুমি আবার পত্রপল্লবিত হও পুষ্পিত হও
ফলে ফুলে ভরাও জননীধরার অন্তঃসার।
নিঃস্বর ভূমি, ফসলের স্বপ্নে ঢেকে দাও শূন্যতা,
আবার সবুজের সমারোহে আচ্ছাদিত হও
জীবনের উল্লাসে ফিরিয়ে আনো হারানো ব্যঞ্জনা।
উগ্র মনুষ্য, ত্যাগ কর হিংসার অন্ধতা,
মানবিকতার দীপ্তিতে জ্বালাও সহিষ্ণুতার প্রদীপ।
ওহে দুর্ভাগা, প্রিয় মাতৃভূমি
ফিরিয়ে আনো সোনালী দিন,
হারিয়ে যাওয়া অস্তিত্বের কণ্ঠস্বর।
তুমি আবার সোনা ফলাও…
তুমি আবার সোনা ফলাও…
তুমি আবার সোনা ফলাও।






এখানে আপনার মন্তব্য রেখে যান