জন্ম শৈল্পিক সৃষ্টি
ইদানীং মাটিকে প্রণাম করি
চোখে তীর ছোড়ে জ্বলে যাওয়া আকাশ আলো
মৃত রা মাটিকে ঈশ্বর ভাবে
হাওয়ার ভেতর ঝড় উগলানো ধোঁয়া বিগ্রহ
যন্ত্রণা খুললে কিছু পাখি উড়ে যায়
উন্মুক্ত ধর্মের সাথে আমি আকাশে স্বপ্ন পুড়াই,
অশ্রু বাগানে সাতানব্বই টি গোলাপ
ঢেউ জলে ছায়া,সকাল হেলনার সূর্য
বিরক্ত লাগে ;
এ-ই যে সৎকার শ্মশান ধোঁয়ার ভার
অনূভুতিহীন ছায়া কেবল নরকাল
নদীর কাছে বসি,
নিঃসঙ্গ একাকীত্ব গ্রহচারী করুণার গল্প ব’লে,
আঁচলে কতকগুলান বছর আর সাতানব্বই ঢেউ
জলের শব্দ আমাকে নিশ্চুপ পাথুরে শহরের প্রিয়
অন্ধকারে নিয়ে যায়
আমি ফিরে আসি ততক্ষণে সকাল হয়ে যায়
আমি ফিরে আসি আবার প্রিয় যন্ত্রণার কাছে
উগলানো ধোঁয়া বিগ্রহ পাখিগুলো ডাকে আয় আয়
গোলাপের কাঁটায় ঢেউ এর শব্দ।
নিঃশব্দে দানা ছিটানো নিঃশ্বাস আবার সেই মাটির
ডাক আয় আয়।






এখানে আপনার মন্তব্য রেখে যান