তোমার আমার
আমার ছন্দ রুদ্ধ যখন
তোমার ফল্গুধারা
তোমার বাগান ফুলে ফুলে
সুবাস পাগল-পারা!
এতো ছিলো তোমার বনে
মধুর চাকে ভরা
আমায় কেনো সেই ভোমরা
দেয়নি মোটেই ধরা!
ভালোই থেকো বন্ধু তোমার
আপন কুঞ্জবনে
ইচ্ছে হলে কুড়িয়ে নিও
ঝরা ফুলটি মনে!
তোমার মনের প্রেমের ধারায়
সিক্ত থেকেছিলেম
কলঙ্কেও হৃদয় ভাঙা
আঘাত পেয়েছিলেম!
আমিও তোমায় বুঝনি আর
তুমিও আমায় নও
নতুন নাগর নিয়ে তুমি
এবার সুখি হও!






এখানে আপনার মন্তব্য রেখে যান