কাঁটাতার
কাঁটাতারের ওপর
প্রবাদের মতো বসে আছে
একটি কাক
পাশে রাস্তা ব্রীজ
নীচে জলধারা
সীমান্তের ওপারে ভেসে যায়
ছেঁড়া পালক
পালকের ভেতর বাতাস
পালকের গায়ে জন্মদাগ
পালকের আঁচড়ে অনন্তরেখা
রেখাটি গিয়েছে
বুকভরা ধানক্ষেতের মাঝবরাবর
এরকমই কোন পালকে
পঁচিশে মার্চ সন্ধ্যায়
শেখ মুজিব লিখেছিলেন
একটি মেঘের গল্প।
[সাইফুল্লাহ মাহমুদ দুলাল সম্পাদিত আগামী মাসে প্রকাশিতব্য ‘ভারতীয় বাঙালি কবিদের কবিতায় বঙ্গবন্ধু’ সংকলন থেকে।]






এখানে আপনার মন্তব্য রেখে যান