বঙ্গবন্ধু
তুমি ছিলে সূর্যের মতো আলোয় উজ্জ্বল,
অন্ধকার ভেদ করে আনলে মুক্তির আলো।
বাংলাদেশের মাটিতে তোমারই ডাকে,
ফিরিয়েছো হাসি দুঃখী মানুষের মুখে।
তোমার কণ্ঠে জাগে সাত কোটি প্রাণ,
শপথের আগুনে জ্বলে ওঠে মুক্তির গান।
মাতৃভাষার দাবিতে তোমার দৃপ্ত শপথ,
অন্যায়ের পথে রাখোনি কোনো পদক্ষেপ।
পঁচিশে মার্চের রাত্রি যখন জ্বলে,
রক্তের বিনিময়ে স্বাধীনতা এলে।
তুমি ছিলে জাতির একমাত্র পথপ্রদর্শক,
শত্রুর চোখে যদিও বিদ্রোহী নেতা এক।
বাংলাদেশের ইতিহাসে লেখা আছে তোমার,
নাম স্বর্ণাক্ষরে আজো অমর অক্ষয়।
[সাইফুল্লাহ মাহমুদ দুলাল সম্পাদিত আগামী মাসে প্রকাশিতব্য ‘ভারতীয় বাঙালি কবিদের কবিতায় বঙ্গবন্ধু’ সংকলন থেকে।]






এখানে আপনার মন্তব্য রেখে যান